এম.এ আজিজ রাসেল :
সুবহে সাদিকের ঠিক আগ মুহুর্ত, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম লোহাগাড়ার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে। সুবিশাল মাঠে যেন তিল ধারণের ঠাঁই নেই। মাঠের বাইরে রাস্তা-ঘাট ও খালি জমি ও বিভিন্ন ঘর-বাড়ির উঠোনসহ কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য। যে যেখানে জায়গা পেয়েছেন চাদর বিছিয়ে বসে পড়েছেন। সোমবার (১৬ অক্টোবর) ভোরে আশেকে রসুল (স:) মরহুম হাফেজ মাওলানা আহমদ (রহ:) প্রকাশ শাহ ছাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ৫৩ তম ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী মাহফিলের আখেরী মোনাজাতে মহান আল্লাহর রহমত কামনায় লাখ লাখ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সীরত ময়দান।
রবিবার দিবাগত রাত নামার সাথে সাথে দেশের বিভিন্ন এলাকা থেকে মাহ্ফিলে উপস্থিত হন ধর্মপ্রাণ তৌহিদী জনতা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঐতিহাসিক সিরত ময়দান। প্যান্ডেল ছাড়িয়ে খোলা আকাশের নিচে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো ১৩ একর আয়তনের সিরাত ময়দান ছাড়িয়ে লোকে লোকারণ্য হয় আশপাশের গ্রাম।
৫৩ তম সীরাতুন্নবী মাহফিলে ১৯দিন ধরে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন দেশবরেণ্য ইসলামি বক্তাগন। আখেরী মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জৈনপুর দরবারের পীর সাহেব আল্লামা মুফতি ড. এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকি।
মাহফিলের সমাপনী দিনে বিভিন্ন অধিবেশনে লোহাগাড়া বড় হাতিয়া এশায়াতুল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু নছর হাসসান, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মাওলানা আবু বকর রফিক আহমদ, ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ জৈনপুরা দরবারের পীর সাহেব আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী, চট্টগ্রাম ওমরগণি এস.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আরহাজ্ব ড. মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, সীতাকুন্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, দেশবরেণ্য ইসলামিক স্কলার শাহাজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের, আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান, আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা ওবাইদুল্লাহ হামযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা লোকমান হাকীম জিহাদী, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী।
বক্তারা বলেন মহান আল্লাহর অশেষ রহমত মানবাধিকার সুরক্ষা ও মুক্তির কান্ডারী খাতুমুন নবীয়িন হযরত মুহাম্মদ (সঃ) অনন্য নিদর্শন। শান্তির ধর্ম ইসলাম এর বার্তা মদিনা সনদ (চার্টার) এবং বিদায় হজ্বের ভাষণ, নবী করিম (সা.)-কে শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ পবিত্র কোরআনে নিজে বলেছেন আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি। বিশ্বে শান্তি-সম্প্রীতি রক্ষায় রাসুলুল্লাহ (সঃ) এর আদর্শ অনুসরণ ই একমাত্র মুক্তির পথ।
মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ মুহি উদ্দিন, আবদুল আহাদ সিকদার, আলহাজ্ব ক্বারী মাওলানা মুহাম্মদ রবিউল্লাহ, ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরী, ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী।
না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মহিউর রহমান, মুহাম্মদ আনিসুর রহমান, হোসাইন মুহাম্মদ সাঈদী, মবরুর হোছাইন ছিদ্দিকী, মুহাম্মদ টিপু সোলতান, আবদুল্লাহ আল আকরাম হাদী, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, মুহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব, আবু সাদেক নোমান, মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, মাওলানা আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফ, মাওলানা বাহরুল আছরার, মাওলানা ইমাম বায়হাকী (ইতমাম)।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ড. মাওলানা ঈসা শাহেদী, আলহাজ্ব ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, দৌহিত্র তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফুল ইসলাম, রবিউল হোসেন আশিক, কাজী মুছিউল আজীম প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।