জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে।
এর মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থী ‘অধ্যাপক শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ অক্টোবর (২০২৩) সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন দাতা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং মানবতার কল্যাণে কাজ করতে হবে।
একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন মোসা. রাইদা, মো. শামীম হোসেন, জান্নাতুল ফেরদৌস রিপা, সাগর দাস, রুবাইয়া শামস্ তোহফা, অনিক আগরওয়াল, নিলয় তালুকদার দিব্বো এবং আশরাফুল ইসলাম।
‘অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. আরিফুল ইসলাম, প্রান্ত সরকার, মো. মামুন সর্দার, মো. সাফিউল আরফিন শাহানশাহ, মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, মো. সাইফুল ইসলাম সুজন, মো. মোকাররম হোসেন এবং ইসমাইল হোসেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।