আবুল কালাম চট্টগ্রাম
রাত পোহালেই হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা শুরু হবে। আর পূজা নিয়ে কেউ যদি গুজব ছড়ায় সাথে সাথে ব্যবস্থা। পূজা শুরুর আগেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ চেকপোস্ট ও পূজা পেট্রোলিং পরিচালনা করেছে রেফিট অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব-৭)।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) র্যাবের এ ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকা ফেনীর পৌরসভা, সোনাগাজী, দাগনভূঁইয়া, ফুলগাজী এবং চট্টগ্রামের হাটহাজারী, রাঙ্গুনিয়া, মিরসরাই, বাকলিয়া, চকবাজার, খুলশী, বায়েজিদ বোস্তামী, কোতয়ালী, ডবলমুরিং, পতেঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায় বিশেষ কর্মসূচি পালন করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চট্টগ্রামের মোট ২ হাজার ১৭৫টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৭৫টিতে বিশেষ নিরাপত্তা প্রদান করা হব। এসব মণ্ডপে র্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। এছাড়াও পূজা উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের প্রবেশমুখগুলোতে র্যাবের চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, দুর্গাপূজার আগে চট্টগ্রাম র্যাবের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।