এক মোবাইল এক হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবস্থা চালু থাকায় অনেকেই ভিন্ন ভিন্ন ফোনে একাধিক একাউন্ট ব্যবহার করতেন। ফলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এলে তা সময় মতো জানা অনেক সময় সম্ভব হতো না। এই সমস্যা সমাধানে একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ফেসবুকে জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট পরিবর্তনের সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য আলাদা ফোন ব্যবহার করতে হবে না। ফলে বারবার অ্যাকাউন্ট থেকে লগআউট করারও প্রয়োজন নেই।
মেটার তথ্যমতে, একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য একাধিক মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি সিমকার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। শুধু তা–ই নয়, অপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালুর সময় যে সিমকার্ড ব্যবহার করা হয়েছে, সেটিও ফোনে যুক্ত থাকতে হবে। সিমকার্ড যুক্তের পর অন্য ফোনে চালু থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কিউআর কোড স্ক্যান করলেই একই ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
এই সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপের প্রোফাইল অপশনে একটি ‘পপআপ’ মেনু দেখা যাবে। মেনুতে থাকা পছন্দের অ্যাকাউন্ট নির্বাচন করলেই দ্রুত অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে। ফলে একই সঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।