সিবিএন ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর গহিন পাহাড়ে রাবার প্লট নামক স্থানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ যুবকের নাম শহিদুল ইসলাম (৩০)।
নিহত যুবক উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। পেশায় সে একজন দিনমজুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২২ অক্টোবর) ভোরবেলা রাবার বাগানের শ্রমিকেরা কষ সংগ্রহ করতে যাওয়ার সময় ৬ নং রাবার বাগানের মাঝখানে পাহাড়ের চলাচল পথে লাশ দেখতে পেয়ে বাগানের সুপার ভাইজার হিরোকে জানালে তিনি ঘটনাটি ম্যানেজারকে মোবাইল ফোনে অবহিত করেন।
পরবর্তীতে নাইক্ষ্যংছড়ি থানায় বিষয়টি জানানো হলে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল্লাহ ভূইয়াকে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে আঘাত ও দেশীয় তৈরি অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে।
ঘটনাস্থল থেকে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি এবং মামলাও হয়নি।
নিহত যুবকের চাচা শাহাবুদ্দিন জানান, রাত ৯ টায় পর্যন্ত সে এলাকাতে ছিল। হয়ত গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে।