টাঙ্গাইলে বৃদ্ধ বাবার মৃত্যুর খবর শুনে একই দিনে মেয়ের মৃত্যু হয়েছে। বিকেলে বাবার এবং সন্ধ্যায় মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে আফসার আলির (৮০) স্বাভাবিক মৃত্যু হয়। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন মেয়ে অজুফা আক্তার (২৮)। বাবার লাশের পাশে এসে সে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মেয়ে অজুফা আক্তারকে মৃত ঘোষণা করেন।
রবিবার রাতে বাবা ও মেয়ের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফিদুল ইসলাম বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।