জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখে শিশুশিল্পী সিমরিন লুবাবার একটি বক্তব্য অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে সমালোচনা করা হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতির পর ডিপ্রেশনে ভুগছেন সিমরিন লুবাবা।
ট্রল হওয়া প্রসঙ্গে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন লুবাবা। তিনি বলেন, “কেন্দে দিয়েছি বলায় অনেক বড় বড় লোকও আমাকে ট্রল করেছে। আমি অবাক হয়েছি ওনাদের আচরণ দেখে। মুজিব সিনেমা তো হাসাহাসির কোন সিনেমা না? ওই সিনেমা দেখে কে কাঁদেনি? সিনেমা দেখে আমি ‘কেন্দে দিয়েছি’ বলায় যারা ট্রল করছে এটা তাদের জন্য লজ্জাজনক। এখন স্কুলে গেলেও আমাকে ট্রল করে।”
তিনি আরও বলেন, ‘কেন্দে দিয়েছি আর কান্না করেছি এর মধ্যে পার্থক্য কী? আমি নাকি পাকনা কথা বলি? আবার বলেন আমি কথা বলতে জানি না! তাহলে আমি যাব কোথায়? এভাবে ভাইরাল করা অহেতুক। আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। আবার বলে আমি নাকি লজিক গার্ল!’
শোনা যাচ্ছে, তিনি নাকি আর মিডিয়াতে কাজ করবেন না। বিষয়টি নিয়ে লুবাবা বলেন, ‘আমি মিডিয়াতে কাজ করতে চাই। মিডিয়া ছাড়তে চাই না। আমার দাদাও অভিনেতা ছিলেন। তবে এভাবে ট্রল করবেন না। ভারতের মানুষও আমাকে অনেক সাপোর্ট করে। অথচ বাংলাদেশের কিছু মানুষ সারাদিন ট্রল/মিম নিয়ে পড়ে থাকে। কেন জানি আমি এগিয়ে যায়, এটা দেশের অনেকেই চায় না।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।