জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত জন। আহত হয়েছেন আরো অনেকে।মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিশুসহ সাত জন প্রাণ হারিয়েছেন।
ওসি আরো জানান, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।