চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ১৫ নম্বর ঘাটে ট্রাকের চাপায় মো. মাসুম (১৮) নামে একই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা এগারোটার দিকে কর্ণফুলী থানাধীন সিইউএফএলের ১৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. জহির হোসেন। নিহত মো. মাসুম বরিশাল জেলার মুলাদী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নম্বর ঘাট এলাকায় (ঝিনাইদহ -ট ১১-০৫৭১) গ্যাসবাহী ট্রাকটির উপরে ড্রাইভার (অজ্ঞাত) ঘুমাইছিল এবং নিচে হেলপার (ভিকটিম) মাসুম ট্রাকের নিচে ঘুমাইছিল। হঠাৎ করে ড্রাইভার ঘুম থেকে উঠে গাড়ি চালাতেই নিচে চাপা পড়ে হেলপার। তখন ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিও জব্দ আছে। চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।