পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হয়ে গিয়েছে। এতে পাঁচবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল ২ টি ম্যাচ খেলবে। ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর আর্জেন্টিনার সাথে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ১৭ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিককে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ ফার্নান্দো দিনিজ।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো লিমার পর সর্বকনিষ্ঠ হিসেবে সিনিয়র দলে ডাক পেলেন এনড্রিক। এই তরুণ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের জার্সিতে খেলছেন। আগামী বছরের জুনে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে।
এদিকে স্কোয়াডে জায়গায় হচ্ছে না দলের অভিজ্ঞ দুই খেলোয়াড় নেইমার ও ক্যাসেমিরোকে। গত সপ্তাহে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। আগামী বছর জুনে কোপা আমেরিকা দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই ফরোয়ার্ডের। আর হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ক্যাসেমিরো। এ ছাড়াও দিনিজের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনির।
বাছাইয়ে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। চার ম্যাচই জিতে শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিলে সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিনে উরুগুয়ে।
ব্রাজিল দলের স্কোয়াড:
গোলরক্ষক: এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি।
রক্ষণভাগ: ব্রেমার, মার্কিনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়েল, রেনান লোদি।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।
আক্রমণভাগ: এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পউলিনহো, পেপে, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।