আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার লইট্টা ঘোনায় পাহাড় কাটা চক্রের সদস্য রা পাহাড় কেটে ভিটা বানানোর ঘটনায় ঐ চক্রের তিনজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
বুধবার (৮ নভেম্বর) বিকালের দিকে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হল, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার সৈয়দ আবু তাহের আলীর ছেলে সৈয়দ মো. আবদুল মালেক, একই ইউনিয়নের জঙ্গল লতিফপুর গ্রামের মো. ইয়াছিসের ছেলে মো. মানিক ও নোয়াখালীর হাতিয়া থানার ইউনুছপুর গ্রামের মো. রফিকের ছেলে মো. রিয়াদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, পাহাড় কেটে একটি চক্র ভিটা বানাচ্ছে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও পাহাড় কাটায় ব্যবহৃত একটি পানির মোটর জব্দ এবং পাশাপাশি তিন ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।