চট্টগ্রাম প্রতিনিধি:
কর্ণফুলীর নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কার রেসিং করার ঘটনায় পাঁচটি গাড়ি আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন- আশারাফুল হক (৩৫) ও এমরান উদ্দিন (২৪)।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির হোসেন জানান, বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় যে সাতটি গাড়ির নম্বর মামলায় উল্লেখ করা হয়েছিল সেগুলোর মধ্যে পাঁচটি গাড়ি আটক করা হয়েছে। পাশাপাশি দু’টি গাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলায় যে গাড়িগুলোর নম্বর উল্লেখ করা হয়েছিল তাদের মধ্যে পাঁচ জন আদালত থেকে আগেই জামিন নিয়েছেন।
১ নভেম্বর (বুধবার) রাতে বঙ্গবন্ধু টানেলের ভেতর কার রেসিংয়ের ঘটনায় কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে নগরীর কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেছিলেন।
মামলায় সাতটি প্রাইভেটকারের সাত চালকের বিরুদ্ধে নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ির রেসের অভিযোগ করা হয়েছিল।
এর আগে, গত ৩০ অক্টোবর টানেলে রেসিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেইজে আপলোড করা হয়। সেই ভিডিওতে মোট ১০টি প্রাইভেটকার দেখা গেছে। তবে সেগুলোর নম্বর শনাক্ত হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।