বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। ভারতে দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে দিন পাঁচেক আগে ভেঙে দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিন পাঁচেক আগে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় অর্জুনা রানাতুঙ্গাকে।

তবে এর দুই দিন না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে আগের বোর্ড পুনর্বহাল করা হয়। তবে এবার বড় শাস্তির মুখেই পড়ল এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়ে জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

তাৎক্ষণিক সিদ্ধান্তে এসএলসির সদস্যপদ স্থগিত রেখেছে আইসিসি। আইসিসি বোর্ড গতকাল এ বিষয়ে বৈঠক করে। এসএলসির প্রতি অভিযোগ, তারা বেশ কিছু গুরুতর নিয়ম ভঙ্গ করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত বোর্ডে সরকারি হস্তক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য। শ্রীলঙ্কা ক্রিকেটে সেটিই হয়েছে। এই কারণে আইসিসির এই খড়গ নেমে আসা। নিষেধাজ্ঞার শর্তগুলো নিয়ে যথাসময়ে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেবে।