পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের পাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তবে এ অগ্নিকাণ্ড কীভাবে সংগঠিত হয়েছে তা বলতে পারেনি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপার।
নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কী কারণে এ আগুন লেগেছে তা এখনো নিরূপণ করা যায়নি।
নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।