মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার ঈদগাঁও-তে সুবল চাকমা (১৮২৩৭) কে নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার ১০ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুবল চাকমা সহ একই পদমর্যাদার ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।
সুবল চাকমা যোগদান করলে তিনি হবেন ঈদগাঁও উপজেলার নিয়মিত প্রথম ইউএনও। চলতি বছরের জুন থেকে কক্সবাজার সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত দায়িত্ব হিসাবে ঈদগাঁও এর ইউএনও এর দায়িত্ব পালন করছেন।
বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের কর্মকর্তা সুবল চাকমা ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে কর্মরত থাকাবস্থায় গত ৮ নভেম্বর ইউএনও হিসাবে পদায়ন করার জন্য তাঁর চাকুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট ন্যাস্ত করা হয়। সুবল চাকমা’র নিজের ও শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়।
এদিকে, গত ২ নভেম্বর কক্সবাজারের চকরিয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া ফাতিমা সুলতানা’র নিয়োগ গত শুক্রবার একই প্রজ্ঞাপন মূলে বাতিল করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।