সিবিএন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকচারার হাফেজ ডা. সাইদুল ওমাম। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. সাইদুল ওমামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফরাজি হাসপাতাল বারিধারার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ।

তিনি জানান, ‘‘ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রভাষক ও পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার হাফেজ ডা. সাইদুল ওমাম ভাই বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার ডুলাহাজারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।

ডা. সাইদুল ওমাম পবিত্র কুরআনের হাফিজ ও চট্টগ্রামের প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম কামিল মাদরাসা থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রিধারী ছিলেন।

উল্লেখ্য, সাউদার্ণ মেডিকেল কলেজে থেকে এমবিবিএস পাস করেন ডা. সাইদুল ওমাম।