প্রেস বিজ্ঞপ্তিঃ
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম – সিইএইচআরডিএফ’র এরিয়া কাউন্সিল এর দায়িত্বশীলদের কাজের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্ব তৈরির লক্ষ্যে লিডারশিপ ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।
সহকারী প্রধান লিডার(এলডিএস) আব্দুল মান্নান রানা’র সভাপতিত্বে ফোকাল অর্গানাইজার(স্পেশাল) রিয়াজ উদ্দিন বাপ্পি’র সঞ্চালনায় প্যাসিফিক এডুকেশন কাউন্সিল এর কনফারেন্স হলে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপের প্রধান প্রশিক্ষক সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া সংগঠন, নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সমন্বয় বিষয়ে পৃথক চারটি সেশন নেন।
প্রধান নির্বাহী এরিয়া ভিত্তিক সাংগঠনিক কাঠামো সম্পর্কে কাউন্সিল সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থাপন করেন।
কর্মশালায় তিনি বলেন, সিইএইচআরডিএফ গত ১০ বছর পলিসি, স্ট্র্যাটেজির, সাংগঠনিক কাঠামো, কর্মসূচি, ভিশন, গ্লোবাল নেটওয়ার্কিং, গ্লোবাল নেগোসিয়েশন, ইউএন নেগোসিয়েশন প্রভৃতি মৌলিক কাজ সমূহ সেটাপ করেছেন। পাশাপাশি, নিজস্ব সক্ষমতায় গত ১০ বছর যাবৎ সামাজিক ও ট্রান্সফরমেটিভ এবং রাইটস বেসিস কাজ করে চলেছেন।
নেতৃত্বের চাহিদায় এখন সিইএইচআরডিএফ’র মূল ভিশনকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য একদল বিশ্বস্ত, ত্যাগী, আনুগত্যশীল, স্বচ্ছ, জবাবদিহিতা সম্পন্ন ও ভিশনারি তরুণ নেতৃত্ব দরকার।
সেশন শেষে পরে প্রশ্নোত্তর পর্বে দায়িত্বশীলদের করা প্রশ্নের উত্তর প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সহকারী প্রধান লিডার (এলডিএস) আব্দুল মান্নান রানা বলেন, সিইএইচআরডিএফ একটি ভিশনারি সংগঠন। এটি আগামীতে সমগ্র পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।তিনি আরও বলেন আমাদের উচিত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এ সকল স্পেয়ারে ট্রান্সপারমেটিভ চেঞ্জ এর জন্য নিরন্তর কাজ করে যাওয়া। যেকোনো বৈশ্বিক সংকটে একদল ত্যাগী তরুণ নেতৃত্ব সম্মুখে দাঁড়িয়ে যাওয়া সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। এবং আপনারা সেই তরুণ দল যারা পৃথিবীর ৪শ কোটি প্রান্তিক মানুষদের পক্ষে প্রতিনিধিত্ব করছেন।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফিল্ড সচিব(সমন্বয়) মাহবুবুর রহমান ও ফিল্ড সচিব(উন্নয়ন) জিয়াউল হক।
প্রশিক্ষণার্থীদের মধ্যে কক্সবাজার ডিস্ট্রিক্ট, কক্সবাজার মেট্রোপলিটন, উখিয়া রেসপন্স, কক্সবাজার সদর, রামু, মহেশখালী, উখিয়া, টেকনাফ, চকরিয়া, ঈদগাহ, কুতুবদিয়া ও মাতামুহুরি এরিয়া কাউন্সিলের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।