চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভার সন্ত্রাসী জাফর আলী (৪০) এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাফর সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তার সহযোগি আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮) একই এলাকার ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড থানার এসআই নাসুরুল উল্লাহ ও এএসআই জমির উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে জাফর আলী ও আব্দুল্ মান্নানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২২শ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, গ্রেফতার জাফর সীতাকুণ্ডের আরেক ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা আছে। এছাড়া আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।