এম.এ আজিজ রাসেল :
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি), সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার ৩২৭ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে
সর্বশেষ বুধবার দুপুরে ৬৩ জন প্রবেশ করেন। এদিন দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, বুধবার দুপুরে নতুন করে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ৬৩ জন সেনা ও বিজিপি সদস্য প্রবেশ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩২৭ জন প্রবেশ করল। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে হেফাজতে নিয়েছে।” বর্তমানে তারা হোয়াইক্যং বিওপিতে রয়েছে।
এদিকে বুধবার সীমান্ত পরিদর্শনে যান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে। আমরা আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।