Ronge Ronge Rongin Hobo Song Lyrics In Bengali :
আজ রঙে রঙে রঙিন হবো, রঙের হাওয়ায় ভেসে যাবো,
রঙের দুনিয়ায়।
ভালোবাসায় দুটি প্রাণে , রঙ ছড়াব স্বপ্নগানে,
রঙের ছোঁয়ায় হারিয়ে যাবো , শুধু দুজনায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা ।। ২
উদাস পথে যাবো কোথায় , নেই দুজনার জানা।
চার চোখে আজ নেবো খুঁজে , খুঁজে সেই ঠিকানা।
ভালো লাগা রং মিলাবো ,ফুলের রঙে তাই মিলাবো,
সেই রঙে মন আপন মনে , ছবি এঁকে যায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা ।। ২
কল্পনারই রং নীলিমায় , ভাসিয়ে নয়ন দুটি,
সময় ঘড়ি থামিয়ে দুজন ,চাইবো সুখের ছুটি।
রংধণুরই ভেলায় চড়ে , উদার আকাশ নীল শহরে,
ঘুম পালিয়ে ঘুম মেঘেতে , থাকবো ঝুম হাওয়ায়।
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা ।। ২
সিঙ্গার – তাহসান খান ও তাসনিয়া ফারিণ
Audio Credits:
গান: রঙে রঙে রঙিন হব…
[ Song: Ronge Ronge Rongin Hobo ]
Lyricist: Kabir Bakul
Tune, Music Arrangement, Recording, Mixing & Mastered by: Imran Mahmudul
Singer: Tahsan & Tasnia Farin
শিল্পী: তাহসান এবং তাসনিয়া ফারিণ।
Label: Fagun Audio Vision
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।