সিবিএন ডেস্ক:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলছেন, একইসঙ্গে গুলি, রক্ত ও আলোচনা চলতে পারে না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছি, কী করণীয় তা নিয়ে।’