সিবিএন অনলাইন ডেস্ক

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সড়ক অবরোধের মধ্য দিয়ে, সেটি চরম রূপ পায় দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণায়। বৃহস্পতিবার ১৮ জুলাই থেকে শাটডাউন শুরু হলেও সহিংসতার শুরু এরও কয়েকদিন আগে, ১৫ জুলাই থেকে। গত কয়েকদিনের সংঘাত-সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি, যানবাহনসহ সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগে পুরো দেশে তৈরি হয় আতঙ্কজনক পরিস্থিতি, যা পরে কারফিউ জারি ও সেনা মোতায়েনের মাধ্যমে ধীরে ধীরে শান্ত হয়।

গত কয়েকদিনে সারাদেশে যা হয়ে গেল, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষেপে তুলে ধরা হল-

• কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা শুরু হয় সোমবার। এর মধ্যে মঙ্গলবার (৬ জন), বৃহস্পতিবার (৪১ জন), শুক্রবার (৭৯ জন), শনিবার (৩৬ জন), রোববার (২০ জন) ও সোমবার ছয় দিনে ঢাকাসহ সারাদেশে অন্তত ১৮৭ জনের প্রাণহানির খবর দিয়েছে প্রথম আলো।

• বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর। সেই ইন্টারনেট ফিরতে শুরু করে মঙ্গলবার রাতে।

• শুক্রবার রাত ১২টা থেকে শুরু হয় কারফিউ, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বুধ ও বৃহস্পতিবার কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

• বৃহস্পতিবার বিকাল ও শুক্রবার দুপুরে মহাখালীর সেতু ভবনে আগুন দিয়ে ৫৫টি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। লুটপাট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন ও আসবাব। পাশের বিআরটিএ ভবনেও আগুন দেওয়া হয় বৃহস্পতিবার বিকালে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির পঞ্চমতলা পর্যন্ত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীতেই দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সেখানে ৫৩টি গাড়ি ও ১৩টি মোটরসাইকেল পুড়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। বৃহস্পতিবারেই রামপুরায় বিটিভি ভবনে আগুন দেওয়া হয়। সেখানেও প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন দেওয়া হয়েছে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ভবনেও।

বাংলাদেশে আন্দোলন: মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা

• শুক্রবার মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই দুই স্টেশন চালু হতে এক বছর বছর সময় লেগে যেতে পারে।

• শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় ৮২৬ বন্দিকে। লুটপাট করা হয় ৮৫টি অস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে শতাধিক বন্দি। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে দুই ডজন অস্ত্র।

• কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার গভীররাতে খিলগাঁও এলাকা থেকে তুলে নেয় সাদা পোশাকধারীরা। রোববার ভোরে মুক্ত হওয়ার পর তিনি নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

• রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার রাতে তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের তিন নেতা। সেখানে ৮ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সহসমন্বয়ক হাসিব আল ইসলাম। বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।

• বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর গ্রেপ্তার।

• সেতু ভবনে হামলা: আমীর খসরু, সাবেক ভিপি নূরসহ চারজন ৫ দিনের রিমান্ডে

• কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় বেড়াতে গিয়ে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।

• বুধবার থেকে সোমবার পর্যন্ত ছয় দিনে দিনে ঢাকায় ৭১ মামলা।

সংঘাত কোনোভাবেই কাম্য নয় : চীনা রাষ্ট্রদূত

• নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা।

• রোববার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিদেশিদের আশ্বস্ত করেন হাছান মাহমুদ।

• মঙ্গলবার (২৩ জুলাই) থেকে ঢাকা মহানগর ও জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন।

• সোমবার (২২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সরকারের প্রতি সমর্থন ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের জানমালের রক্ষায় কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

• ৪ দফা দাবি দিয়ে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

• গত কয়েক দিনের ভাঙচুরে বিদ্যুৎ বিভাগের প্রায় এক হাজার কোটি টাকার স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

• যে পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়; জনগণের সহযোগিতা পেলে আগের জায়গায় ফিরে আসতে পারব: বিভিন্ন এলাকা ঘুরে দেখে জানিয়েছেন সেনাপ্রধান।

• নরসিংদী কারাগারের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ক্যাম্প স্থাপন করেছে বিজিবি।

• ২৭ জুলাই অনুষ্ঠেয় সব নির্বাচন স্থগিত।

• সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, সরকারি চাকরির কোটা ব্যবস্থা পুনর্বিন্যস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার, যাতে সব গ্রেডের নিয়োগে কোটা থাকছে মোট ৭ শতাংশ।

• রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

-সূত্র: বিডি নিউজ

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।