এইচ এম রুহুল কাদের,চকরিয়া:

কোটা সংস্কার আন্দোলনে ঘিরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নাশকতার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে বিগত চার দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন- চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুল্লাহ মিজবাহ, কফিল উদ্দিন, বোরহান উদ্দিন, তওহিদুল ইসলাম, আবু তোফায়েল প্রকাশ বাবু, হারবাং ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ হাসান, সাদ্দাম হোসেন, পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. রিদুয়ান, মোহামুদুল হাসান কায়েস।

নাশকতা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিঠুন সিংহ জানান, গোয়েন্দা তথ্যে ও ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আটকৃতদের বিরুদ্ধে মোবাইলে সরকারবিরোধী ও নাশকতার উস্কানিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট প্রচার করেছে। এমন অভিযোগের ভিক্তিতে তাদের আটক করা হয়েছে ।