ডেস্ক নিউজ:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ‘উই ওয়ান্ট জাস্টিস’ কর্মসূচি ঘিরে আদালতপাড়ায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এনেক্স-২ ভবনের সামনে অবস্থান করছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর দোয়েল ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি ও জামাত-শিবিরপন্থী আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরাও অবস্থান নিয়েছেন। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা প্রথমে চট্টগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। এরপর সেখান থেকে সাড়ে ১০টার দিকে আইনজীবীদের একাংশের সহায়তায় পুলিশি বাধা উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে আদালতে প্রবেশ করে দোয়েল ভবনের সামনে অবস্থান নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

পরে ধাপে ধাপে শিক্ষার্থীদের নিয়ে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছেন। বর্তমানে দোয়েল ভবনের সামনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন তাদের সাথে আছেন আইনজীবীদের একাংশ।

এদিকে, আদালত প্রাঙ্গনের সামনেই সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ ও বিজিবি সদস্যদের। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সমাবেশ করতে বাধা দিতে চাইলেও পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার কথা বললে তারা পিছু হটে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’