এনটিভি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে রাজধানী ঢাকা অভিমুখে লাখ লাখ ছাত্রজনতার স্রোত চলছে। রাজধানীর প্রবেশমুখগুলো অতিক্রম করে এ জনস্রোত এগিয়ে চলছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ সোমবার (৫ আগস্ট) দুপুর একটার দিকে লোকজন রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যেতে শুরু করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘এক দফা ঘোষণার পর তাদের কোনো আদেশ বৈধ নয়। তাই সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত কারফিউ অকার্যকর ঘোষণা করা হয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।