আজিজুর রহমান রাজু: ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার, ঈদগাঁও বাস-স্টেশন কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তারা সড়কে যানবাহনকে আইন মেনে চলার পরামর্শও দেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরাও এ দায়িত্ব পালন করেন।
এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ( ৮ই আগস্ট) সকাল থেকে ঈদগাঁও বাস-স্টেশন,ডিসি সড়ক,গরু বাজার, কাঁচা বাজার রাস্তা,ঈদগাঁও আলমাসিয়া মাদ্রাসা গেইট সহ বিভিন্ন স্থানে স্কুল- কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্ট, রোবার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ দায়িত্ব পালন করছেন।
এসময় ঈদগাঁও উপজেলার যুব রেড ক্রিসেন্টের টিম লিডার সাংবাদিক আজিজুর রহমান রাজু জানান, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন দেশের যে কোন দুর্যোগময় মুহূর্তে মানবিক কাজ করে থাকে।
বর্তমানে সড়কে ট্র্যাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে না এতে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ঈদগাঁওতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে জেলা ইউনিটের দিকনির্দেশনায় মাঠে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলার স্বেচ্ছাসেবকগণ।
পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান । সড়কে সব যানবাহন চালককে ট্র্যাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন তারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।