বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, র্য্যাব ১৫ অধিনায়ক লে,কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, সেনাবাহিনীর ৯ ইবি-র ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গণি ওসমানীসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, সহ সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল নাজির, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, রামু উপজেলার সভাপতি তপন মল্লিক, ঈদগাঁও উপজেলার সভাপতি মৃনাল আচার্য্য, চকরিয়া উপজেলা সভাপতি তপন দাশ, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ্বাস, মহেশখালী উপজেলা সভাপতি শান্তিলাল নন্দি, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা রনি ও টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক ননী শীল।
এসময় সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা, পদস্থ সরকারী কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া পুজা পার্বনে মঠ-মন্দির এবং জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ এতে অংশগ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার আহবান জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।