সিবিএন ডেস্ক:

আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়ার জন্মদিনে এবারও থাকছে না কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। আগামীকাল শুক্রবার তার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

সম্প্রতি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর কারামুক্ত হয়েছেন খালেদা জিয়া। মুক্তির পর গত ৭ আগস্ট বিএনপির এক সমাবেশে ভিডিও বক্তৃতায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নাম বেগম জিয়া ১৯৮২ সালে বিএনপির সদস্য হন এবং ১৯৯১ সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৭ সালে কারাবন্দী হন এবং ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি পান। তবে মুক্তির পরও গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বর্তমানে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা করছে বিএনপি।