জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) আটক করেছেন বলে খবর পাওয়া গেছে।
২০ আগষ্ট (বুধবার) রাত সাড়ে ৯টার সময় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার জিইসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
https://www.facebook.com/reel/1027682518806410
বিষয়টি র্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম নিশ্চিত না করলেও আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত সুত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে নিশ্চিত হতে উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও তাঁর ছেলে শাওন আরমানের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেও মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্বস্ত সুত্র জানায়, আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কে র্যাব-৭ কক্সবাজার নিয়ে যাবেন। সেখান থেকে র্যাব-১৫ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।