নুরুল আলম সাঈদ,নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে বিজিবি অভিযান চালিয়ে বিদেশী মদ জব্দ করেছে।
জানা যায়,২১ আগস্ট বুধবার সকাল ১০ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ টহল দল নাইক্ষ্যংছড়ি’ উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৫ এর পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু চাকমা পাড়া নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন চব্বিশ বোতল বার্মিজ রাম মদ জব্দ করে।
জব্দকৃত মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবির নিয়ন্ত্রণধীন নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির জোয়ানেরা রাত দিন সমান তালে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে কঠোরভাবে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করে যাচ্ছে সফলতার সঙ্গে।