সিবিএন ডেস্ক:
তিনদিন বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে আবারও যাত্রা শুরু করবে স্পেশাল ট্রেন। ২২ আগস্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে ঢাকা-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল। কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মেহদী হাসান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে পরদিন সোমবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ট্রেনটি যাত্রা করবে।
মেহদী হাসান আরও জানান, শনিবার রাত থেকে ভারি বৃষ্টি হচ্ছে, তবে এখন পর্যন্ত ট্রেনের শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চালু হয়েছিল এই স্পেশাল ট্রেন। বাসের তুলনায় কম ভাড়া এবং সময় কম লাগায় এই ট্রেনটি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।