ছৈয়দ আলম :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে টেকনাফ উপজেলা রেফারীজ এন্ড আম্পায়ারস এসোসিয়েশনের আয়োজনে
টুর্নামেন্টের ৩য় আসরের শুভ সূচনা হলো।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ক্রীড়া সংগঠক আফসার মাহমুদের সঞ্চালনায় টুর্নামেন্টের পরিচালক ক্রীড়া সংগঠক ফরহাদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। বিশেষ অতিথি ছিলেন,
টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ফুটবলার দেলোয়ার হোছাইন মিলকি, সাবেক ফুটবলার মোহাম্মদ হাসেম, সাবেক ফুটবলার বাবুল শর্মা, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সহ-সভাপতি ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি ক্রীড়া সংগঠক মোহাম্মদ উল্লাহ, সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ মেম্বার, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও এসএ টিভির সিনিয়র রিপোর্টার আহসান সুমন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কোষাধ্যক্ষ ও দৈনিক বণিক বার্তা’র কক্সবাজার প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবলার লুৎফুর রহমান সিকদার, সাবেক ফুটবলার নুরুল আলম ডিমারিয়াসহ ক্রীড়াপ্রেমী খোরশেদ আলম, রেফারী গফুর, ফুটবলার মকবুল আহমদ, জাহাঙ্গীর আলম ও দিদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়াপ্রেমিক উপস্থিত ছিলেন।
এসময় টেকনাফের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে মাঠ সংস্কার খুবই জরুরী উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আদনান চৌধুরীকে বিভিন্ন এনজিও এবং রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় মাঠের গ্যালারি এবং বাউন্ডারি করে দেয়ার আহবান জানিয়ে নিজেও আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উদ্বোধক ও প্রধান অতিথি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। উদ্বোধনী খেলা শেষে টুর্নামেন্টের পরিচালক ফরহাদুজ্জামান ফরহাদ উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী খেলায় মোকাবিলা করেন দুই শক্তিশালী দল কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব বনাম নতুন পল্লান পাড়া লিটল একাডেমি। খেলায় ১-০ গোলে কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেন।
ম্যান অব দ্যা নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক নকীব নুর। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য আলী আকবর, কায়সার রশিদ লালু, মোহাম্মদ ইসমাইল এবং আতাউর রহমান। (৪ সেপ্টেম্বর) প্রথম রাউন্ডের ২য় দিনের খেলায় টেকনাফ ক্রীড়াঙ্গন এর সাথে মুখোমুখি হবে জাহাজ পুরা যুব ক্রীড়া পরিষদ বাহারছড়া।
প্রসঙ্গত: টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ৩য় আসর ২৪টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে।
জয় পেয়েছে কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব, ম্যাচ সেরা নকিব
টেকনাফ উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।