সিবিএন ডেস্ক:
দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে, মঙ্গলবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চারটি সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।
১৬ বছর এই সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম
এর আগে, ৭ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। পরবর্তীতে সেই লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।
আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।