শ্রমিকের ভূমিকা ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়

শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার কর্মী সমাবেশে বক্তারা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৮ , আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, শ্রমিক কল্যাণ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর।

চকরিয়া উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।শ্রমিক কল্যাণ চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার সহ বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, শ্রমিকের ভূমিকা ছাড়া পূথিবীর কোনো দেশে বিপ্লব হবে হয়নি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানেও সারাদেশে অসংখ্য শ্রমিক শহিদ হয়েছে। দেশ সংস্কারের সাথে আমরা গুণে ধরা দেশের শ্রমিক অঙ্গনকে সাজাতে চাই। এতে বক্তারা বলেন, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন হলে সমাজে শান্তি ফিরে আসবে। শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার পাবে। বক্তারা কুরআনের পতাকাতলে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শ্রমিকদের নিয়েই সুন্দর বাংলাদেশ গড়াতে চান। সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।