দৈনিক আমার সংবাদ পত্রিকায় “ঈদ্গাওর ডাকাত টুলুর অবৈধ অস্ত্রউদ্ধারের দাবি ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ ই সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকায় “ঈদ্গাওর ডাকাত টুলুর অবৈধ অস্ত্রউদ্ধারের দাবি ” শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য।একজন সংবাদকর্মী কিভাবে শতভাগ মিথ্যা তথ্য প্রচার করতে পারে সেটাই আমার বোধগম্য নয়।


যে ছবিটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তা মাছুয়াখালী বিট অফিসের একজন হেডম্যান হিসেবে মেহেরঘোনা বন রেঞ্জ এর সাথে নার্সারি পরিদর্শনের সময় তোলা ছবি।দুই বছর পুর্বে উক্ত ছবি ব্যবহার করে আমাকে ফাসানোর ষড়যন্ত্র করা হয়েছিলো কিন্তু তৎকালীন ওসি ইদ্গাহ থানা, জনাব আবদুল হালিমের তদন্তে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। উক্ত (দৈনিক আমার সংবাদ) প্রতিবেদনে ভুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ফজলুল হক, সৈয়দ নুর , নুরুল হুদা ও স্থানীয় গ্রাম পুলিশ আজিজুল হকের বক্তব্য নেয়া হয়।উল্লেখিত চারজনের সাথে এ বিষয়ে আলাপকালে জানতে পারি যে,তাদের সাথে আমার সংবাদ প্ত্রিকার প্রতিবেদকের সাথে কোন ধরনের যোগাযোগই হয়নি।মতামত দেয়া তো দুরের কথা (ভিডিও সংযুক্ত করা হল)।বিষয়টি খুবই হতাশা ও আতঙ্কের।
অতএব ,সকল সংবাদ কর্মীদের কাছে বিনীত আবেদন এই যে,টাকার বিনিময়ে কার ও মানসম্মান নিয়ে টানাটানি ও একটি পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে নিজেদের কে জড়িত করবেন না।কারণ আপনারা সমাজের আয়না , আপনাদের প্রকাশিত তথ্যে আইনশৃংখলা বাহিনী বিভ্রান্ত ও হতে পারে।

প্রকাশিত সংবাদের লিংক- https://www.amarsangbad.com/country/news/291946

তোফায়েল আহমেদ (টুলু)
পিতা-ছৈয়দ আকবর
গ্রাম-কালিরছড়া (ভুতিয়াপাড়া)
৬নং ওয়ার্ড, ঈদগাহ ইউনিয়ন।
ইদগাহ , কক্সবাজার