সিবিএন ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে আটক করা হয়।

আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

উল্লেখ্য, আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর ১২ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

খবর পড়ুন:

তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটি চালু : ৫২৫ মেগাওয়াটের মধ্যে উৎপাদন হচ্ছে ২৮৫ মেগাওয়াট

নাইক্ষ্যংছড়ির মায়ানমার সীমান্তে ৩’ শত বস্তা ইউরিয়া সারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

আরও খবর পেতে ‍যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।