সিবিএন ডেস্ক

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৫৮ দিন পর, আদালতের নির্দেশে রোববার দুপুরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

মিলনের মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, মামলার তদন্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের সদস্যরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহমেদ সাদাত জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিলনের মরদেহ উত্তোলন করা হয়েছে।

১৫ বছর গান গাইতে না পারার কারণ জানালেন মনির খান নিজেই

গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ছাত্রদের সঙ্গে পুলিশের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। ২০ জুলাই ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল। মিলন রংপুর নগরীর পূর্ব গনেশপুর এলাকার বাসিন্দা এবং দেওয়ানবাড়ী রোডের একটি জুয়েলার্স দোকানে স্বর্ণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৭ আগস্ট মিলনের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।