কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেছেন, কক্সবাজার পর্যটন জেলা হিসেবে দেশজুড়ে সমাদৃত। তাই আমাদের লক্ষ্য থাকবে নাগরিকের সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত করা। গণমানুষের জন্য কাজ করতে পারলেই আমার সফলতা। কক্সবাজারকে আমি ফুলের মতো সাজাতে চাই।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক, রোহিঙ্গা, চোরাচালান, পাহাড় কাটা, জলাবদ্ধতাসহ কক্সবাজারে নানা সমস্যা বিরাজমান। তাই সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো। আমি আগে অ্যাকশন নিব না, সঠিক তথ্য-উপাত্ত নিয়ে সমস্যা চিহ্নিত করার পর অ্যাকশনে যাব।

সভায় জেলা প্রশাসকের কাছে গণমাধ্যমকর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এ এম আশেক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তাগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।