মোঃ মিজানুর রহমান; কিশোরগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুনের পাশে দাঁড়ালেন নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক। বিডি২৪ লাইভে “উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে দেশ গঠনে অংশ হতে চায় আহত মুন” শিরোনামে গত ১১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আহত মাহবুব আল হাসান মুনের চিকিৎসার জন্য তার বাবা মায়ের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশ উত্তাল হলে স্বৈরাচারী সরকারের নির্বিচারে ছাত্রদের উপর গুলি-হত্যা-নির্যাতন সহ্য করতে না পেরে আন্দোলনে নেমে পড়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান মুন। ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলির ছররায় গুরুতর আহত হন মুন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।