দেলওয়ার হোসাইন, পেকুয়া ;

পেকুয়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পেকুয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ।

দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন, ডিআরআর সিনিয়র টেকনিক্যাল অফিসার আলী আফছার ফকিরি।

এসময় বারবাকিয়া ইউপি চেয়ারম্যান,এইচ এম বদিউল আলম, উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান বাদশা, উপজেলা সিপিপির টিম লিডার আবুল কাশেম সিকদার, কেয়ার বাংলাদেশ এর সিনিয়র অফিসার মো. শাহাব উদ্দিন,প্রজেক্ট অফিসার নির্মল কুমার দত্ত, সিপিপি সদর ইউনিয়ন ডেপুটি টিম লিডার সি আর এম হাসমত আলী, ইউনিট টিম লিডার এফ এম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকিহ্রাসে আশ্রয়ণ কেন্দ্রগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে গুরুত্ব সহকারে দেখার তাগিদ দেন।