ইয়াছির আরাফাত , ফ্রান্স:
বিশ্বাস, সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা উপর ভিত্তি করে প্রত্যকজন মানুষের মধ্য সৌহার্দ্যপূর্ণ বন্ধন তৈরি হয় সেটাই বন্ধুত্ব। ভিন দেশে বা প্রবাসের মাটিতে বন্ধুত্ব বয়সের গণ্ডিতে বন্দি নেই। যে কোনো বয়সের সাথে খুব অল্প সময়ে বন্ধুত্ব গড়ে উঠে। চলব মোরা একসাথে জয় করব মানবতাকে এই স্লোগান কে সামনে রেখে দুই জন বন্ধুর হাত দিয়ে পথচলা বন্ধুমহল নামে সামাজিক সংগঠনটি গড়ে উঠেছে ফ্রান্সের প্যারিসে। দুইজন বন্ধু থেকে শুরু হওয়া সংগঠনে সদস্য সংখ্যা দাঁড়ায় দুইশ কৌঠায়। এখানে নেই কোন আঞ্চলিকতা ও পদ ভাগাভাগির লড়াই। সংগঠনের লক্ষ উদ্দেশ্য জানা যায় বন্ধুমহল সংগঠনের মাধ্যমে প্রবাসে আসা বাংলাদেশিদের নবাগতদের কাজের ও রুমের ব্যবস্থা করা বিপদে আপদে পাশে থাকা আইনগত সহযোগিতা করা, ফ্রান্সে বসবাসরত বন্ধুমহলের সদস্যদের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে মানসিকভাবে সুস্থ রাখা। পাশাপাশি বাংলাদেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সম্প্রীতি বন্যা দুর্গত এলাকায় বন্ধুমহলের নিজস্ব অর্থায়নে বিভিন্ন জায়গায় শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নগদ অর্থায়ন করে বন্যা কবলিত মানুষের মাঝে বিলি করে। অনুষ্ঠানে বন্ধুমহলের জার্সি উন্মোচন করে আমন্ত্রিত অতিথিরা। সামাজিক সংগঠন বন্ধু মহলের এমন কার্যক্রমে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রীতি দেখা যায় প্রবাসে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া একঘেয়ে রোবটিক জীবনে বিভিন্ন চিন্তা ও ডিপ্রেশনের কারণে আত্মহত্যার ও ষ্টোকের প্রবণতা বেড়েছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কাজ শেষে খেলাধুলা, বিনোদন, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের নিজেকে চিন্তা মুক্ত রাখা।তাই বন্ধুমহলের এমন উদ্যোগে ফ্রান্স অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি নেত্ববৃন্ধ সাধুবাদ জানিয়েছে। সংগঠনের সফলতা কামনা করেন। বন্ধুমহল প্যারিস ফ্রান্সের আয়োজনে রেস্টুরেন্টে অনুষ্ঠান পরবর্তী কার্যকরী পরিচালনা কমিটি গঠন হয়। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে শিপন আহমেদ কে সভাপতি ও রুবেল রানা সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক অপু আলম,কবির হোসেন, কাজী তুহিন রেজাহাসান মাহমুদ দুলাল। উপদেষ্টা মণ্ডলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোলাম জামসেদ সুমন, জহিরুল হক খোকন,জামাল হোসেন আরো অনেকে।
বন্ধুমহলের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি জনাব ইমন হোসেন, এজাজ হোসেন আবু নোমান হোসেন রনি,জনাব কবিরুল ব্রাহা শাহাদাত হোসেন, লোকমান হোসেন, ইমরান হোসেন,কাইসার আহমেদ, মঞ্জুরুল মান্নান ফরহাদুল ইসলাম শিপন, শিহাব, সিপন, সাঈদ হাসান কানন, আব্দুর রবিন, মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাইসার আহমেদ, আব্দুল বিন মোহাম্মদ শাহীন, আরিফ, শাহাদাত হোসেন হৃদয়, আশরাফুল ইসলাম, আবুল হাসনাত উজ্জ্বল, জনাব ইলিয়াস আজাদ বাবু, সিরাজুল ইসলাম নিপুন, মাহবুবুল ইসলাম বোরহান, জুবায়ের হোসেন, জুবায়ের আহমেদ, মো. ফয়সাল, জোবায়ের আহমেদ, ইসতিয়াক আজাদ বাবু,সিরাজুল ইসলাম নিপন,মোরশেদ,জুয়েল হোসেন, নাজমুল হাসান বিপু, জনি, রুবেল হাসান, খোকন ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।