সিবিএন ডেস্ক:

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাগতিক রাষ্ট্র হিসেবে ডিনার পার্টি আয়োজন করবেন, যেখানে ড. ইউনূসসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতারাও অংশ নেবেন। ডিনারটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দফতরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’-এর বিশাল মিলনায়তনে।

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন ডিনার পার্টিতে অতিথিদের স্বাগত জানাবেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন।

এদিকে, ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনে (৮ নম্বর বক্তা হিসেবে) বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে। এদিন রাতেই তিনি ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

উল্লেখ্য, সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ দিল্লি থেকে এখনও কোনো ইতিবাচক সাড়া পায়নি ঢাকা।