সিবিএন ডেস্ক;
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।
গত ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
তবে ওই দিন বিকেলে উচ্চ আদালতে জামিনের শুনানি চলাকালে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানির পর আদালত রিমান্ড স্থগিত করেন। পরে রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলামের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়।
২০০১ সালে প্রথমবার আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া সুজন ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।