সিবিএন ডেস্ক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ঝাড়খণ্ড সফরে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে দেওয়া ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’ এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ নোটে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অশোভন মন্তব্য বাংলাদেশ সরকারের গভীর অসন্তোষের কারণ হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঝাড়খণ্ডে অনুষ্ঠিত এক জনসভায় অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের পরিপন্থি। বাংলাদেশ সরকার ভারতকে আহ্বান জানিয়েছে, রাজনৈতিক নেতাদের এ ধরনের উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত রাখতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষুণ্ন করে এবং দুই দেশের জনগণের মাঝে বিরূপ প্রভাব ফেলে।
গত শুক্রবার ঝাড়খণ্ডে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে অমিত শাহ মন্তব্য করেন, যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করা হয়, তবে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।