সিবিএন ডেস্ক:

বরিশাল সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন এবং ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সচিব রাজিবকে আদালত প্রাঙ্গণে বেধড়ক পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে রোববার ঢাকায় গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হবে এমন খবরে আদালত প্রাঙ্গণে হাজির হন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সেসময় বিক্ষুব্ধ জনতা কাউন্সিলর জয়নাল আবেদীন এবং যুবলীগ নেতা শাহরিয়ার সচিব রাজিবকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। মারধরের শিকার হয়ে তারা দৌড়ে পালিয়ে যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জয়নাল আবেদীনের নেতৃত্বে ১০নং ওয়ার্ডে একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয়, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এলাকাবাসী অভিযোগ করে, তার বাহিনীর বিরুদ্ধে চাঁদা না পেলে হামলা ও ভাঙচুর চালানোর মতো অপরাধের রেকর্ড রয়েছে।

কয়েক দিন আগেও জয়নাল ও তার সহযোগীরা বিভাগীয় ট্যাংকলরি সমিতির কোষাধ্যক্ষকে চাঁদা না দেওয়ায় মারধর করেছিল। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করে। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।