নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে স্মারকলিপি দিয়েছেন, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়ার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বৈষম্য দূর লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’ র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এই সময় দীর্ঘ দিন ধরে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার। তিনি উক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে বৈষম্য দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান, বাইশারী শাহ নুরউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিম, নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, চাকঢালা দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম , এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, রেজু বরইতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উৎপল বড়ুয়া, ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু রাজেশ্বর বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর ১ টায় শান্তিপূর্ণ ভাবে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।