মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করা সংক্রান্ত এনরোলম্যান্ট কমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচত সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে এনরোলম্যান্ট কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

৫ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ এই এনরোলম্যান্ট কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে হাইকোর্টের ২ জন বিচারপতির মধ্যে আছেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। এছাড়া পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। কমিটির অপর সদস্য সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বার কাউন্সিল এর আইনজীবী তালিকাভুক্তকরণ পরিক্ষা নেওয়া, হাইকোর্টে প্রাকটিস এর পারমিশন পরিক্ষার ফলাফল ঘোষণা সহ যাবতীয় কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এজন্য মঙ্গলবার অনুষ্ঠিত বার কাউন্সিল এর সভায় তাঁর স্থলে এনরোলম্যান্ট কমিটির সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

আইনাঙ্গনের পরিচিতি মুখ, আইনজীবী বান্ধব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিরও তিন বারের নির্বাচিত সম্পাদক।