হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি;
মহেশখালী উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তাগণ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধনে তুলে ধরেন।
অনুষ্ঠানটি বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আজাদ সঞ্চালনায় শুরুতে কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আলী রেজা’র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে উক্ত মানববন্ধনে বক্তব্য একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম। এসময় আরও বক্তব্য রাখেন মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস ফারুকী, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম, ছোট মহেশখালী তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ছিদ্দিক আজাদ, সহকারী শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন মহেশখালী মডেল হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আক্তার কামাল আজাদ ও শামীম ইকবাল, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহাবুব আলম, শওকত ওসমান, নুরে আলম প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকগণ মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার অফিস কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের নেতৃত্বে ও বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।