নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ভারতের পুরোহিত রামগীরী মহারাজ ও বিধায়ক নিতেশ নারায়ণ রানে কর্তৃক প্রিয় মহানবী (স.) এর শানে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭সেপ্টেম্বর) ২ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে নাইক্ষ্যংছড়ি উপজেলা রেস্ট হাউস মোড এলাকা থেকে শুরু করে বাজার,বিজিবি,পুরাতন স্টেশন থেকে থানা মোড় পর্যন্ত ভারতের পুরোহিত রামগীরী মহারাজ ও বিধায়ক নিতেশ নারায়ণ রানে কর্তৃক মহানবী (স.) এর শানে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পূর্বক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে এক হাজার ও অধিক সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা যোগদান করেন।
উক্ত বিক্ষোভ মিছিলটি রেস্ট হাউস মোড় থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বর,বাজার ও থানা মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেস্ট হাউস এসে সমবেত হয়ে রেস্ট হাউস প্রাঙ্গণে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও মাদ্রাসা প্রধান এবং ইমামগণ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,নাইক্ষ্যংছড়ি বাজার জামে মসজিদের খতিব মৌলানা বশির আহমদ, রেস্ট হাউজ সংলগ্ন দারুল আল মারকাজুল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জালাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামে মসজিদের ইমাম মৌলানা ফরিদুল আলম,উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ আরেফ উল্লাহ চুট্ট, রুপনগর জামে মসজিদের ইমাম মৌলনা মোহাম্মদ নুরুল আমিন,আদর্শ গ্রাম পূর্ব জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ আজম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতে পুরোহিত রামগীরী মহারাজ ও বিধায়ক নিতেশ নারায়ণ রানে কর্তৃক মহানবী (সা.) এর শানে কটূক্তির করায় তাকে শাস্তি আওতায় আনার আহ্বান জানান এবং একই সাথে ভারত সরকারকে বর্তমান বাংলাদেশ সরকারের মাধ্যমে ; এহেন ন্যাক্কারজনক ও উসকানিমূলক কার্যকলাপের জন্য তীব্র নিন্দা এবং হুঁশিয়ারি প্রদানের আহ্বান জানান ।