পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর প্রতিনিধি দল।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিক এর নানান প্রকল্পের অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।
এসময় রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আহনাফ তাহমিদ, কন্সট্রাকশন সুপারভাইজার হোসনে মোবারক আরমান উপস্থিত ছিলেন।
রিক সূত্রে জানাজায়, পেকুয়া উপজেলার লোকাল কমিটির আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এনজিও সংস্থা রিক পেকুয়া উপজেলার দুটি ইউনিয়নে রাস্তা সংস্কার ও খাল খনন ও পুকুর খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।
রিক সূত্রে জানা যায়, ডব্লিউ এফ পি’র সহযোগিতায় রিক এর বাস্তবায়নে মগনামার দুই নং ওয়ার্ডের সাইক্লোন শ্লেল্টার সংলগ্ন ১৭৭০ফিট এইচবিবি রোড, তিন নং ওয়ার্ডের রশিদিয়া মাদ্রাসা সংলগ্ন ১৭০০ ফিট এইচবিবি রোড, এবং তিন নং ওয়ার্ড মাঝির বিল ১১৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান আছে।
এই ছাড়াও শিলখালী ১ নং ওয়ার্ডে ২ হাজার স্কয়ার ফিট পুকুর খনন, ৩ নং ওয়ার্ড কাছারিমোড়া টু বারবাকিয়া সংযোগ সড়ক, ২৮০০ ফিট বিএফএস ও ৭০০ফিট খাল খনন, চার নং ওয়ার্ড মাঝের ঘোনায় ১৮৫০ ফিট নালা খনন, একই এলাকায়১১০০ ফিট এফএস সড়ক ও ৬৫০ ফিট ইরিগেশন ড্রেইন নির্মাণ কাজ চলমান রয়েছে।
এদিকে স্থানীয় পরিবেশবাদী ও গণমানুষের দাবির প্রেক্ষিতে পেকুয়ার অন্যতম কহলখালী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রিক কাজ করে যাচ্ছে বলে জানান রিক এর প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল কুদ্দুস।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।